বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস্ ফোরাম-এর কেন্দ্রীয় কমিটি গঠন
নিউজ সোর্সঃ https://www.protidinerkatha.com.bd/7365/
সংবাদ বিজ্ঞপ্তিঃ রংপুরের সমাজকর্মী মোসফেকা রাজ্জাককে সভাপতি এবং যশোরের সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস্ ফোরাম (বিএইচআরডিএফ)-এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশে নারী ও বালিকাদের মানবাধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার রক্ষাকর্মীদের কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার রংপুরের আরডিআরএস সভাকক্ষে গঠনতন্ত্র প্রনয়ণ ও কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় ককাসের প্রতিনিধিদের সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে সভায় ৮ জেলার কেন্দ্রীয় ককাসের ২৪ জন সদস্য অংশ নেন। সভায় বিএইচআরডিএফ-এর গঠনতন্ত্রের খসড়া অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মো. শফিকুল হক ছুটু (দিনাজপুর), যুগ্ম সম্পাদক মিল্লাদুর রহমান মামুন (নীলফামারী), কোষাধ্যক্ষ সাইদা ইয়াসমীন রুপা (কুড়িগ্রাম) এবং সদস্য এম কামরুজ্জামান (সাতক্ষীরা), রিমন রহমান (রাজশাহী), অ্যাডভোকেট আনজুমান আরা শাপলা (লালমনিরহাট) ও মাহবুবুল ইসলাম (রংপুর)। কমিটিতে ৫ জন উপদেষ্টা নির্বাচিত হন। তারা হলেন, এটিএম সামিউল হক (কুড়িগ্রাম), অধ্যাপক সরওয়ার মানিক (নীলফামারী), আকবর হোসেন (রংপুর) শফিকুল ইসলাম (লালমনিরহাট) ও আনিসুর রহিম (সাতক্ষীরা)।