রংপুরে সাংবাদিকতা ফেলোশিপের ৪র্থ দিন : ‘রিপোর্টারের কাজ তথ্য প্রকাশ করা, কাউকে মুগ্ধ করা নয়’
নিউজ সোর্সঃ http://www.amader-protidin.com/News_load_controller/newsshow/3/3078/Fellowship1.jpg
জান্নাতুন লাকী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম বলেছেন, একজন রিপোর্টারের কাজ হলো তথ্য প্রকাশ করা, কাউকে মুগ্ধ করা নয়। গতকাল রোববার রংপুরের আরডিআরএস মিলনায়তনে আয়োজিত মানবাধিকার বিষয়ে সাংবাদিকতায় ফেলোশিপ প্রশিক্ষণের ৪র্থ দিনে তিনি একথা বলেন। এসময় তিনি, মানবাধিকার ও মৌলিক অধিকার, রিপোর্টিংয়ের ধরণ ও প্রকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
মানবাধিকার বিষয়ক প্রতিবেদনগুলো মানুষকে জাগ্রত ও অনুপ্রাণিত করে উল্লেখ করে তিনি নারীর অধিকার, শিশু শ্রম, বিচার প্রাপ্তি, নারী বৈষম্য, আইন, নীতিমালা, সীমান্ত হত্যা ইত্যাদি বিষয় আলোকপাত করেন।
রিপোর্টিংয়ের ধরণ আলোচনা করতে গিয়ে তিনি রিপোর্টিংকে সাদামাটা বা উপরিতল প্রতিবেদন, ব্যাখ্যামূলক প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, ফিচার বা মানবিক আবেদনমূলক প্রতিবেদন এই ৪ ভাগে ভাগ করেন। এই প্রতিবেদনগুলোর কাঠামো বোঝানোর জন্য তিনি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত একাধিক প্রতিবেদন প্রদর্শন করেন।
এসময় সিনিয়র সাংবাদিক ও নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সদরুল আলম দুলু, নিউজ নেটওয়ার্কের ফিল্ড কো-অর্ডিনেটর মাসুমা ইউসুফ এবং মনিটরিং ও ইভালুয়েটিং অফিসার শ্যামল উপস্থিত ছিলেন।