নিউজ নেটওয়ার্কের নারী সাংবাদিকতা চার মাস মেয়াদি ফেলোশিপ কর্মসূচির উদ্বোধন

নিউজ সোর্সঃ http://bit.ly/2r01BgS

স্টাফ রিপোর্টার ॥ নিউজ নেটওয়ার্কের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় জেলা নারী সাংবাদিকতার চার মাস মেয়াদি ফেলোশিপ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বুধবার সকালে সিটি প্লাজার সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণে যশোর, খুলনা, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলার শিক্ষানবিশ রিপোর্টারসহ কলেজ পর্যায়ের ২০ জন নারী অংশ নিচ্ছেন। নিউজ নেটওয়ার্কেও প্রধান নির্বাহী কর্মকর্তা ও সম্পাদক শাহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, সাংবাদিকেরা হলেন যোদ্ধা, কলমকে অস্ত্র বানিয়ে মানবতার কাজ নিয়োজিত থাকেন। যাদের মাধ্যমে আমরা প্রতিনিয়ত সংবাদ পেয়ে থাকি। সাংবাদিকরা নীতিনৈতিকতার সাথে সর্বদা মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করছেন। তবে আমাদের দেশে নারী সাংবাদিকের সংখ্যা একেবারেই কম। নারী সাংবাদিকের সংখ্যা বাড়ানোর জন্য নিউজ নেটওয়ার্কের এই কর্মপ্রচেষ্টাকে স্বাগত জানাই। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ফেলোশিপ কর্মসূচির আওতায় একমাস ইনহাউজ এবং পরবর্তী তিনমাস মিডিয়া হাউজের সিনিয়র সাংবাদিকের তত্ত্বাবধানে ইন্টার্নশিপ করবেন।