বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (বিএইচআরডিএফ)- এর বার্ষিক সম্মেলন

নিউজ সোর্সঃ http://www.obolokon24.com/2018/12/rangpur_9.html?m=1

রংপুর রবিবার, ডিসেম্বর ০৯, ২০১৮
বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (বিএইচআরডিএফ)-এর বার্ষিক সম্মেলন গতকাল শনিবার রংপুর এনজিও ফোরাম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, যশোহর, রাজশাহী ও সাতক্ষীরা জেলার ককাস কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ককাসের সভাপতি জনাব মোশফেকা রাজ্জাক, সমন্বয় করেন রংপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, নিউজ নেটওয়ার্ক-এর প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানের সম্পাদক ও প্রধান নির্বাহী শহীদুজ্জামান এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর নির্বাহী পরিচালক জনাব আলাউদ্দিন আলী।
সম্মেলনে “মানবাধিকারকর্মীর রক্ষাকবচঃ প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর জেলা ককাস-এর কার্যকরী সদস্য আইনজীবী ও মানবাধিকারকর্মী এ এ এম মুনীর চৌধুরী। মূল প্রবন্ধের উপরে আলোচনায় অংশগ্রহণ করেন- ফিরোজা বেগম লালমনিরহাট, ফিরোজ আলম, ছানালাল বক্সী ও লায়লী বেগম কুড়িগ্রাম, সারোয়ার মানিক, মেহেরুন্নেসা ও মিল্লাদুর রহমান মামুন নীলফামারী, চিত্ত ঘোষ দিনাজপুর, জামালুদ্দীন যশোহর এবং নাজমুল হক সাতক্ষীরা।
সম্মেলনে বিএইচআরডিএফ-এর খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হলে কোন সংশোধনী ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।